If you are searching 'Imran Mahmudul - 'Sorgo' স্বর্গ (Full Song) Lyrics | New Bangla Songs 2019' then you are on the right article.
"Gaanbox presents EiD Exclusive Bangla New Official Music Video "Sorgo by Imran Mahmudul" The song for “Eid-Ul-Adha” Special Bangla New Song 2019 with a new music video by Imran Mahmudul with a Short-film “Chirkut”. The Music Video Cast by “Sayed Zaman Shawon, Toya and others”. "Sorgo by Imran Mahmudul" is lyric by Snahashish Ghosh and composed by Imran Mahmudul. "Sorgo" is sung by Imran Mahmudul.
Song: "Sorgo" (Bangla Song)
Shortfilm: Chirkut
Singer: Imran Mahmudul
Lyricist: Snahashish Ghosh
"Sorgo" Song Lyrics
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে,
জেনে রাখিস তোর হৃদয়,
এখন থেকে কারো নয়
প্রেমের খাঁচায় বন্দি তুই
আর তো চাওয়ার নেই কিছুই।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।
এভাবে, যেভাবে যাচ্ছে যে সময়
কল্পলোকে আছি আমি তাই মনে হয়।
এ জীবন, কতটা হতে পারে সুন্দর
প্রেমে পড়ে বুঝেছি তা এতদিন পর।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।
পৃথিবী দিয়েছে কতো কি উপহার
তোর থেকে দামি তাতে নেই কিছু আর,
আজীবন খেয়ালে রবে যে আমার
তোর কিছু হলে যে মন মরবে আমার।
মন থেকে চেয়েছি তাই
স্বপ্ন সত্যি পুরোটাই,
স্বপ্ন সত্যি পুরোটাই।
স্বর্গ নামে সেখানে, মনটা মেলে যেখানে
তাইতো সুখে দুজনে, যাইযে ভেসে আনমনে।
If you find any mistake in the Imran Mahmudul - 'Sorgo' স্বর্গ (Full Song) Lyrics | New Bangla Songs 2019 post please let us know using the comment form below.
Post a Comment