Master-D - 'Tumi Jaio Na' Lyrics ft. Mumzy Stranger | AtoLyricZ

August 28, 2019

Master-D - 'Tumi Jaio Na' Lyrics ft. Mumzy Stranger

If you are searching 'Master-D - 'Tumi Jaio Na' Lyrics ft. Mumzy Stranger' then you are on the right article.


Master-D - 'Tumi Jaio Na' Lyrics ft. Mumzy Stranger

Lyrics:
[1st Verse]
সে কি তুমি?
বলোনা সে কি তুমি?
আনমনে যার হাসি, 
এতোটা ভালোবাসি।

মন আকাশে বাতাসে ঘুড়িয়ে বেড়িয়ে 
শুধু যে তোমাতে যায় ।
মেয়ে তোমারি দেহেরি গড়ন দেখিয়া, 
মন যে বলিতে চায়, 

[Chorus]
ও মেয়ে, 
কথা না কইয়া তুমি যাইয়ো না।
ও মেয়ে,
 মন না দিয়া তুমি যাইয়ো না। .....(২)

[2nd Verse]
একা আমি, 
তবে কি একা আমি?
মনেতে মরুভূমি,
সেখানে এসে তুমি,

মন পিপাসা মেটাতে রেখোনা মেয়ে 
তুমি কোনো ছলোনাতে,
মন ভুলিতে পারে না, শোনোনা মেয়ে
আমায় যেওনা ছেড়ে।

[Pre-Chorus]
শুধু তুমি আমি
আছি, জানি।

[Chorus]
ও মেয়ে, 
কথা না কইয়া তুমি যাইয়ো না।
ও মেয়ে,
মন না দিয়া তুমি যাইয়ো না। ......(২)

[Mumzy Verse]
Don’t go from my heart girl,
You know me loving you from the start girl,
See your pretty face from a far girl, 
Nobody better than you, you’re a star girl,
The way you push it and you push it and you whine,
Girl your body is a vibe we can take it through the night girl,
Girl, me never wanna ever leave your side, 
(Leave your side, leave your side).
You know me love you long time girl, 
The way you look into my eyes girl,
Me no ever wanna see you walk away,
Cause me wanna give you loving every day (eh eh eh)
Don’t leave me now in heartbreak girl, make you feel alright and okay girl,
Tumi Jaio Na, me a never gonna leave you’re side baby

[Chorus]
ও মেয়ে, 
কথা না কইয়া তুমি যাইয়ো না।
ও মেয়ে,
মন না দিয়া তুমি যাইয়ো না। ......(২)

If you find any mistake in the Master-D - 'Tumi Jaio Na' Lyrics ft. Mumzy Stranger post please let us know using the comment form below.


Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search