If you are searching 'Shunu Shourov - Bondhe Maya Lagaise Lyrics (বন্দে মায়া লাগাইছে)' then you are on the right article.
![]() |
"Bondhe Maya Lagaise" Lyrics (বন্দে মায়া লাগাইছে লিরিক্স) |
"Bondhe Maya Lagaise" (বন্দে মায়া লাগাইছে) from the Bangla Natok 'Cha Pata' - চা পাতা starring Tawsif & Safa. "Bondhe Maya Lagaise" is sung by Shunu Shourov and music of the song is given by Shah Abdul Karim. Song lyrics of "Bondhe Maya Lagaise" are written by Shah Abdul Karim.
Check out the song lyrics of "Bondhe Maya Lagaise" by 'Shunu Shourov'
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছেদেওয়ানা বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ।
বসে ভাবি নিরালায়, আগে তো জানি নাই
বন্দের পিরিতের জ্বালা
যেন ইটের ভাটায় কয়লা দিয়া
আগুন জালাইছে দেওয়ানা বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ।
আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
প্রান বন্ধুর পিরিতে আমায়
পাগল করেছে দেওয়না বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ।
বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ।
Song: Bondhe Maya Lagaise (বন্দে মায়া লাগাইছে)
Singer: Shunu Shourov
If you find any mistake in the Shunu Shourov - Bondhe Maya Lagaise Lyrics (বন্দে মায়া লাগাইছে) post please let us know using the comment form below.