If you are searching 'Ami Chai Thakte Lyrics - Nusraat Faria & Master D' then you are on the right article.
ফারিয়া:
ভেবেছি
বারে বারে প্রেমে পড়েছি
মনে তারি ছবি এঁকেছি
আর ভালোবাসা কি আমি বুঝেছি।
মাষ্টার ডি:
মন ফেরে না, ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে।
ফারিয়া:
মন সহে না, এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে।
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে,
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে।
মাষ্টার ডি:
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে,
তোর লাল লাল ঠোঁটে
আমি চাই থাকতে।
ফারিয়া:
ও রে কি জাদু তুই করলি ?
কেরে নিলি ঘুম।
হয়ে যাবো আমি loka
My heart goes boom boom boom
মাষ্টার ডি:
ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি
মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি।
ফারিয়া:
মন ফেরে না, ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে।
মাষ্টার ডি:
মন সহে না, এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে।
ফারিয়া:
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে,
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে।
মাষ্টার ডি:
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে,
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে।
ফারিয়া:
তোর হাতের ছোঁয়াতে
তোর ঘুমের ঘোরেতে,
তোকে সপ্ন দেখাতে
আমি চাই থাকতে।
মাষ্টার ডি:
তোর সপ্ন গুলোতে
তোর নাকের নোলোকে,
তোর গালের তিলেতে
আমি চাই থাকতে।
ফারিয়া:
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে,
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে।
মাষ্টার ডি:
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে,
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে।
If you find any mistake in the Ami Chai Thakte Lyrics - Nusraat Faria & Master D post please let us know using the comment form below.
Post a Comment