Dhak Baaja Komor Nacha Lyrics - Jeet, Akriti Kakar & Dev Negi | AtoLyricZ

октября 17, 2020

Dhak Baaja Komor Nacha Lyrics - Jeet, Akriti Kakar & Dev Negi

If you are searching 'Dhak Baaja Komor Nacha Lyrics - Jeet, Akriti Kakar & Dev Negi' then you are on the right article.


 


ঠাকুর থাকবে কতক্ষন 

ঠাকুর যাবে বিসর্জন..


মনে সুর ঢ্যান কুরাকুর

খুশির মেজাজ,

এবারে জমবে দেখো

ভাসানেরই নাচ। 


বরন ডালা, যাবার পালা

যেওনা চলে মা থাকো কিছুক্ষণ ..

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন। 


বিদায় বেলা হোক সিঁদুর খেলা

মাগো সবার চোখ হয় যে ছলছল,

আলতা রাঙা পায়, অপার মহিমায়

মাগো তোমার রূপ করে যে ঝলমল। 


আলোর ভুবন, মায়ার জীবন

আরে আলোর ভুবন, মায়ার জীবন

তোমার পায়ে যে করেছি সমর্পণ ..

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন। 


এলো খুশির হাওয়া

তোমার চরণ ছোঁওয়া,

মনের সুখেই নাচি ধুনুচি নাচ। 

কাঁসর ঘন্টার তালে

সবার কোমর দোলে

মাতাল ভুবন ঢাকের আওয়াজ। 


এসো মা ঘরে বছর পরে

এসো মা ঘরে বছর পরে

তোমারই আশায় থাকবো সারাক্ষণ ..

ঢাক বাজা, কোমর নাচা

যাবে মা, যাবে বিসর্জন ..


If you find any mistake in the Dhak Baaja Komor Nacha Lyrics - Jeet, Akriti Kakar & Dev Negi post please let us know using the comment form below.


Отправить комментарий

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search