If you are searching 'Mon Phur Phur Lyrics - Prashmita Paul' then you are on the right article.
মন ফুর ফুর, ডিপ্রেশান দূর দূর,
আহ্লাদে
আলগা রোদ, গায়ে মেখে রোজ রোজ,
ভাললাগে
যতোই দু'পা ফেলে এগোই মাটি ছুচ্ছে না
উটকো ডানা ঠিক দু খানা,
উড়বে বলে মন বানালো
হচ্ছে ইমশানালো
যুক্তি মানছে না
অঙ্ক করে প্রেমে পড়ে,
কে কবে আর ইতিহাসে
অন্য মনটা জিতে আসে, বল
হিসেবে কেউ তো পায়েনি কো সম্বল
না না।
স্বভাবে যে ভাবে ফুলের অভাবে
মৌমাছিরা আলগোছে,
মধুর গন্ধ খায়।
অবরে সবরে, সুরের বহরে
সেই জাদুতে ফুরিয়েছে ঘোর অন্ধকার,
আলো তুই দেখে যা সুখ টুকরোয়ে বাঁচি
ভালোদিন আসবে জানি বলেই
এই তো আমি দাঁড়িয়ে আছি
যাবো না, না পেলে তা পুরোটা পুরোটা,
পুরোটা পুরোটা।
ইচ্ছে ডানা মন বানালো
হচ্ছি ইমশানালো
যুক্তি মানছি না
অঙ্ক করে প্রেমে পড়ে,
কে কবে আর ইতিহাসে
অন্য মনটা জিতে আসে, বল
স্বপ্ন ছাড়া নেই কোনো সম্বল।
If you find any mistake in the Mon Phur Phur Lyrics - Prashmita Paul post please let us know using the comment form below.
Post a Comment