If you are searching 'Ishan Mitra - Ondho Hoye Jaao (অন্ধ হয়ে যাও) Lyrics' then you are on the right article.
Check out the Ishan Mitra's "Ondho Hoye Jaao (অন্ধ হয়ে যাও)" song lyrics.
কেন যে আছো আলোর দিকে
আলো হয়ে আছে ভীষণ ফিকে,
ভেসে যাবে যত বেহায়া বিকেল
গল্প করে নাও।
হয়তো জানে না কোন সে বাতাসে
ভেসে যাবে যত পালকও আকাশে,
কেউ তো জানে না কোন ইতিহাসে
আগেও এসেছে বিকেল।
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও,
আমি কষ্টের কাছে আনাচে কানাচে
ঘুরবো অছিলায়,
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও।।
শ্মশানে মশানে যত মহা স্নানে
ফসিলের দেশে সময় নামে
গির্জা রাতে কফিনের সাথে
সঙ্গ করেছি কাল,
আজ ভেসে ওঠে মৃত জাল
তুমি মুগ্ধ হতে চাও
তুমি ত্রবাদুর গান গাও
আমি চিহ্ন খুঁজে যাই ...
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও,
আমি কষ্টের কাছে আনাচে কানাচে
ঘুরবো অছিলায়,
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও।
Ishan Mitra - Ondho Hoye Jaao Full Song Download MP3
যখন একাকীত্বের যন্ত্রণা গ্রাস করে, মানুষ চায় চোখ ঢেকে যতটা তাদের ভুলে থাকা যায় |
Watch the Full Video Song of Ondho Hoye Jaao from Charitraheen 3, as the pain escalates in this haunting melody.
Credits :
Ondho hoye jaao
Singer- Ishan Mitra
Composition- Amit-Ishan
Lyric- Debaloy Bhattacharya
Arrangements and design- Amit- Ishan
Guitar design and bass guitar- Subhamoyy Chowdhury
Mixing and Mastering- Amit Chatterjee
If you find any mistake in the Ishan Mitra - Ondho Hoye Jaao (অন্ধ হয়ে যাও) Lyrics post please let us know using the comment form below.
Post a Comment