If you are searching 'Imran Mahmudul & Anisha - Jodi Ekdin Lyrics' then you are on the right article.
Check Out the Imran Mahmudul & Anisha's "Jodi Ekdin" song lyrics below.
তুমি কি বুঝনা আমারি মাঝে,
তোমায় কতটা করেছি ধারণ।
তুমি কি বুঝনা তোমারি কাছে,
ছুটে আসার একটাই কারণ।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।
তুমি ময় সপ্নে আজও ডুবে আছি,
ছায়া হয়ে থাকি খুব কাছাকাছি।
প্রথম দেখা থেকে হল সূচনা,
আধার থেকে হলো জোছনা।
তুমি জান কি তোমার পেয়ে
হয়েছি কবে বিলীন।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।
প্রিয় সবগল্পে তুমি ছুয়ে থাক,
অনুভবে এসে রোজ কাছে ডাক।
চেনা শহর থেকে কোন অজানা,
দু'চোখ দিয়ে আকা তোরি সীমানা।
তুমি জান কি তোমার পথে,
আমি সপেছি হৃদয় গহীন।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।
Song Name – Jodi Ekdin
Singer – Imran Mahmudul & Anisha
Lyrics – Robiul Islam Jibon
Tune & Music Composition – Imran Mahmudul
Music Programming & Mix Master - Imran Mahmudul
If you find any mistake in the Imran Mahmudul & Anisha - Jodi Ekdin Lyrics post please let us know using the comment form below.
Post a Comment