If you are searching 'Sabbir Nasir - Abol Tabol | আবোল তাবোল Lyrics' then you are on the right article.
Check Out the Sabbir Nasir's "Abol Tabol" song lyrics below.
নতুন মেঘের পালকে/
তোমাকে মুড়িয়ে/
সবার চোখের পলকে/
নেবো যে উড়িয়ে/
তুমি হবে পাখি/
আকাশ হবে ঘর/
নীলে নীলে মুছে দেবো কালো কালো ঝড়/
ছুয়ে রবো ডানা/
সারাটি প্রহর/
কোনো কালে তুমি আমি হবো নাতো পর/
আবোলতাবোল মন বেচারা কথা শোনে না/
তুমি আছো বলে সে কাউকে গোণে না।।
শহর নগর ছাড়িয়ে/
তোমারই নূপুরে/
যাবো এবার হারিয়ে/
অজানা সুদূরে/
জীবন মানে রঙ/
তোমার মতো মন/
ভালোবেসে ভুলে যাবো এলোমেলো ক্ষণ/
জীবন মানে সুখ/
সবুজ কোনো বন/
উড়োউড়ি করি চলো মনেরই মতোন।।
আবোলতাবোল মন বেচারা কথা শোনে না/
তুমি আছো বলে সে কাউকে গোণে না।।
If you find any mistake in the Sabbir Nasir - Abol Tabol | আবোল তাবোল Lyrics post please let us know using the comment form below.
Post a Comment