If you are searching 'Samz Vai - Keno Emon Hoy Lyrics' then you are on the right article.
Check Out the Samz Vai's "Keno Emon Hoy" song lyrics below:
নীরবতা কেন ডাকে আমায়
মাঝ সাগরে কষ্টের কিনারায়,
সাঁতার আমি জানি না
হতাশ আমি তীরের আশায়,
কেউ দেখেনা অন্ধকারে
জলে ভেজা চোখগুলারে,
হাসি কাঁদি স্মৃতির ঘোরে
কেন এমন হয় ?
মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,
এই জীবনে সব হারাইলাম যাহার লাইগা রে
পরকালে পাই যেন বিধি আমি যে তারে ও..
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।।
আমিও মানুষ সে ও মানুষ
তফাৎ কেন হবে?
ইটের সাথে টিন মিলাইলে
ঘর বাঁধে না ভবে, হায়রে,
আমিও মানুষ সে ও মানুষ
তফাৎ কেন হবে?
ইটের সাথে টিন মিলাইলে
ঘর বাঁধে না ভবে।
বামুন কি আর চাঁদের দেখা
পায় কভু জীবনে,
ওজন ছাড়া মন মিলে না
এই ভব সংসারে, হায়রে
ওজন ছাড়া মন মিলে না
এই ভব সংসারে।
মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।।
মনের সাথে মন মিলাইলে
বিধি ও তাকিয়ে হাসে,
আমার মতো আছে কে আর
না বুঝিয়া ফাঁসে।
মনের সাথে মন মিলাইলে
বিধি ও তাকিয়ে হাসে,
আমার মতো আছে কে আর
না বুঝিয়া ফাঁসে।
চাইলে কি আর ভালোবাসা স্বার্থ ছাড়া মেলে
জানো না রে বোকা মন বিধি নিজের মতোই খেলে
হায়রে,
জানো না রে বোকা মন বিধি নিজের মতোই খেলে।
মাওলা আমি চাইছি পানা তোমার দরবারে
পরজনমে মিলাইয়া দিও মনের মানুষরে,
এই জীবনে সব হারাইলাম যাহার লাইগা রে
পরকালে পাই যেন বিধি আমি যে তারে ও..
পরকালে পাই যেন বিধি আমি যে তারে।
If you find any mistake in the Samz Vai - Keno Emon Hoy Lyrics post please let us know using the comment form below.
Post a Comment