If you are searching 'O Piya Re Lyrics - Madhuraa Bhattacharya' then you are on the right article.
Check out Madhuraa Bhattacharya's "O Piya Re" lyrics below:
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
এলো যে দিন, স্বপ্ন রঙিন
জানি এ প্রেম, অন্তবিহীন।
মিলে গেছি মোহনায়
তোর মন ঠিকানায়,
সুখে তাই ভাসে হিয়া।
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
তোকে নিয়ে এই মনে
ছিল যত আশা,
না বলা সে কথাগুলো
আজ পেল ভাষা।
জেনে গেছে এ জীবন
তুই কত যে আপন,
আমারই একার দুনিয়া।
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
If you find any mistake in the O Piya Re Lyrics - Madhuraa Bhattacharya post please let us know using the comment form below.
Post a Comment